কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৮:৩৮ এএম

ঔষধ প্রশাসনের পরিচালক মো. আইয়ুব হোসেন
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন বলেছেন, কিছু ওষুধ অনেক সময় এলাকায় নাও পাওয়া যেতে পারে। বিশেষ করে সব সময় চলে এমন কিছু ওষুধের হয়তো কিছুটা সংকট দেখা দিতে পারে। এটি হতে পারে এলাকাভিত্তিক সংকট। সব এলাকায় সংকট নাও হতে পারে। যদি এমন হয়, সব ধরনের ব্র্যান্ডের ওষুধের সংকট তাহলে আমাদের তা জানলে আমরা কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে শিগগিরই কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করব। নির্ধারিত দামের বেশি কেউ দাম রাখতে পারবে না। আর যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি নিয়ে থাকে, এর প্রমাণ দিলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেব। ওষুধের দাম বাড়ানো নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ প্রসঙ্গে প্রতিষ্ঠানের এই মুখপাত্র বলেন, দাম বাড়ুক এবং মানুষের কষ্ট হোক এটা সরকার চায় না। কিন্তু বিশ্ববাজারে সবকিছুর দাম বাড়ায় জীবনযাত্রার ওপর এর প্রভাব পড়ছে। ওষুধ খাতও এর মধ্যে রয়েছে। মালিকরা বলেছে, তারা আর চালাতে পারছে না। দাম না বাড়ালে উৎপাদন বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ডলার এবং অনান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনেক দিন ধরেই ওষুধ উৎপাদকরা দাম বাড়ানোর দাবিটি করে আসছিল। ব্যবসায়ীরাতো ব্যবসা করতে এসেছে। সব দিক বিবেচনা করে এ বছর ওষুধের দাম বাড়ানো হয়েছে। উৎপাদনকারীরা যদি উৎপাদন বন্ধ করে দিত, তাহলে দেশে ওষুধের সংকট দেখা দিত। তখন জনগণের দুর্ভোগ আরো বাড়ত।