অসুস্থ হেফাজতের আমির, হাসপাতালে ভর্তি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ পিত্তথলিতে পাথর হওয়াজনিত রোগে ভুগছেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার একটি ছোট অপারেশন করা হবে।
আমিরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি কায়েদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা ওনার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সব দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই।