×

জাতীয়

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহ’ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৫:০৩ পিএম

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহ’ত

ছবি: সংগৃহীত

   

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় তৌফিক ইমাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে মিরপুর শাহ আলী মুক্ত বাংলা শপিং মলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটির সামনে থাকা একটি লেগুনার সঙ্গে আটকে যায়। এতে চালক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

পথচারী মতিউর রহমান জানান, মোটরসাইকেল চালক ৮-১০ বছরের সন্তানকে নিয়ে মিরপুর-১ মুক্তবাংলা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলটির সামনে থাকা একটি লেগুনার সঙ্গে আটকে যায়। এ সময় দ্রুতগতির লেগুনাটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যাচ্ছিলো। তখন আমরা মোটরসাইকেলে থাকা শিশুটিকে উদ্ধার করি। কিন্তু মোটরসাইকেল চালক রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন। তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, তৌফিক ইমামের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম জানা গেছে। তার বাবার নাম এমএ সামাদ সরকার। তিনি তেজগাঁও ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার বাসিন্দা।

তৌফিক ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বাবা ও ছেলে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পিকআপভ্যান ধাক্কা দেয়। পরে লেগুনা চাপা দেয়। মোটরসাইকেলে থাকা শিশুটি ভালো আছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। আর লেগুনাটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App