×

জাতীয়

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে মারধর, ৯৯৯ কল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১২:৩০ পিএম

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে মারধর, ৯৯৯ কল

নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসমা সুলতানা আশরাফ

   

নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কার প্রার্থী আসমা সুলতানা আশরাফের (৪৫) ওপর হামলা করা হয়েছে। এসময় প্রার্থীসহ নির্বাচনি প্রচারে অংশ নেয়া মো. ফারুক আলী, মো. আনিস মিয়া ও ইউসুফ হোসেন নয়ন নামে আরও তিনজন এতে আহত হন।

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাঁও মোড়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বরে কল করলে পুলিশ উদ্ধারের পর আসমা সুলতানা আশরাফসহ চারজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতরা বর্তমানে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহত প্রার্থী আসমা সুলতানা আশরাফ বলেন, নির্বাচনি কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়ি। আমার কর্মী ও স্থানীয় লোকদের সাথে নিয়ে কলমাকান্দা বর্ডার পাঁচগাঁও মোড়ে বসে চা খাচ্ছিলাম। এ সময় ওই রাস্তা দিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যেরা আসা-যাওয়া করছিলেন। অনেকেই আমাকে দেখে গাড়ি থামিয়ে মতবিনিময় করছিলেন। এমন সময় আমার ওপর অর্তকিত হামলা চালায় আমার প্রতিপক্ষ আনারস মার্কার পক্ষের কতিপয় ছেলে।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৯৯৯ নম্বরের কলে সাড়া দিয়ে আমরা ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। তবে সেখানে পৌঁছে প্রার্থী আসমা সুলতানা আশরাফের প্রতিপক্ষের বা হামলাকারীদের কাউকে পাইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App