করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ৪১০

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ৪১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগের দিন বুধবার ৫৪৯ জন এবং মঙ্গলবার ৬৫৭ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। গত দুই দিনের তুলনায় কমেছে শনাক্ত।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৪১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৮৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন।