কুকুরের কামড়ে আক্রান্ত দুই লাখ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৮ এএম

প্রতীকী ছবি
# চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য অধিদপ্তর
কুকুর নিয়ে আতঙ্কের মূল কারণ হচ্ছে প্রতিনিয়ত কুকুরের কামড়ে জখম হওয়ার ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তরের এক হিসাব বলছে, প্রতি বছর কুকুরের কামড়ে দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ১০ বছরে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার হার কমলেও রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরের কামড় থেকে মানুষকে রক্ষা করার ব্যাপারে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা।
এ নিয়ে ভয় ও উদ্বেগ রয়েছে অনেকের মধ্যেই। অনেকে কুকুরের কামড়ের শিকার হয়েছেন। কুকুরের কামড় প্রসঙ্গে সিটি কর্পোরেশনের ভাষ্য, প্রতিনিয়ত এ ধরনের অভিযোগ তাদের কাছেও আসছে।
শুধু রাজধানীর সংক্রামক ব্যধি হাসপাতালেই তিনশতাধিক কুকুরের কামড়ে আহত রোগী চিকিৎসা নেন প্রতিদিন। এক সময় কুকুর নিধন করা হলেও এখন সেটি আইনে নিষিদ্ধ। আবার কুকুরকে টিকা দেয়ার কাজও যথাযথভাবে হচ্ছে না। ফলে ক্রমশ বাড়ছে কুকুরের সংখ্যা।