×

জাতীয়

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭ (ভিডিও)

ছবি: ভোরের কাগজ

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭ (ভিডিও)

সংঘর্ষের আগে ছাত্রদলের নীলক্ষেত মোড়ে অবস্থান

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭ (ভিডিও)
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭ (ভিডিও)
   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেত এলাকায় ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

নীলক্ষেত মোড় দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে রওয়ানা দিলে প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে এফ আর রহমান হল থেকে লাঠি, স্ট্যাম্প ও রড নিয়ে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর।

মারধরে টিকতে না পেরে ছাত্রদল নেতাকর্মীরা নীলক্ষেত মোড়ে পিছু নেয়। এরপরে ছাত্রলীগের নেতাকর্মীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়।

হামলার বিষয়ে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, যে ছাত্র সংগঠনের উচ্চপদস্থ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সেটাকে শক্তহাতে দমন করবে।

হামলায় আহতদের বিষয়ে জানতে মুঠোফোনে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল জানান, আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে গিয়েছিলাম ছাত্রলীগের অতর্কিত হামলায় আমাদের ১০ থেকে ১৫ জন আহত হয়। তবে গুরুতরো আহত হযেছে সাত জনের মতো।

এর আগে ছাত্রদল নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। এসময় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে দেখা যায়। এসময় ছাত্রদল ঢাবি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ সাংবাদিকদের বলেন, আমরা শিক্ষার্থীদের স্বার্থ সংক্রান্ত দাবি আদায়ে ভিসি স্যারের কাছে যাচ্ছি। আমরা এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসিনি। আমরা মিষ্টি আর ফুল নিয়ে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম শেষ করতে চাই৷

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল আজ বিকেল সাড়ে চারটায় ভিসির কাছে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে স্মারকলিপি প্রদানের জন্য আসে। এর আগে বেলা সাড়ে তিনটায় ছাত্রলীগ শিক্ষার্থীদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে স্মারকলিপি প্রদান করতে যায়। এ নিয়ে ক্যাম্পাসে দুপুর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগের কঠোর অবস্থান রয়েছে। তারা বিভিন্ন স্থানে জড়ো হয়ে উত্তপ্ত স্লোগান দিতে থাকে।

[caption id="attachment_371452" align="alignnone" width="700"] সংঘর্ষের আগে ছাত্রদলের নীলক্ষেত মোড়ে অবস্থান[/caption] https://www.youtube.com/watch?v=l8bYoyfHUuo

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App