বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত
বিটকয়েনসহ সব ধরনের ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি কেনায় নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি দেয়া হয়েছে। এ ধরনের লেনদেন তাদের মাধ্যমে যেন করা না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভার্চ্যুয়াল অ্যাসেট, ভার্চ্যুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না। কারণ, এসব লেনদেনের আইনগত ভিত্তি নেই। আবার রপ্তানি আয় দিয়েও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল। সংস্থাটি বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে।