×

জাতীয়

নৌভ্রমণে লঞ্চ থেকে মাদক উদ্ধার: একজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

নৌভ্রমণে লঞ্চ থেকে মাদক উদ্ধার: একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

   

রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামুড়া ঘাটস্থ বুড়িগঙ্গা নদীর তীর থেকে নৌভ্রমনের লঞ্চ থেকে মাদক উদ্ধারের ঘটনায় আব্দুল মালেক নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামি মালেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদাণ্ডাদেশ দেয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকার পরিবেশ আপীল আদালত (বিশেষ দায়রা আদালত) এর বিচারক এস. এম. এরশাদুল আলম এ রায় ঘোষণা করেন।

অন্যদিকে এ মামলায় আরো ১৫ আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিরা হলেন-শাহ আলম, নাইম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, সোহেল বেপারী, আহম্মদ হোসেন, তরিকুল ইসলাম, আব্দুস সালাম, সেলিম, এলেম হোসেন, কবির হোসেন, চান মিয়া, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১২ সালের ১৩ জুলাই পুলিশ সংবাদ পায়, ৪০০ জন লোক খোলামুড়া ঘাটস্থ বুড়িগঙ্গা নদীর তীর থেকে লঞ্চযোগে নদীপথে নৌভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার আয়োজন করেছে। আয়োজকদের মধ্যে কিছু লোক আনন্দ উল্লাসের জন্য বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সঙ্গে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। যার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৪৪ ক্যান বিয়ার, দেশি ও বিদেশি মদ, ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানার সাব-ইন্সপেক্টর গালিবুল ইসলাম মামলাটি দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App