আল আমিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে স্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

রবিবার দুপুরে আল আমিনের গ্রেপ্তারের দাবিতে দুই সন্তানসহ মানববন্ধন করেন স্ত্রী ইশরাত জাহান। ছবি: সংগৃহীত
ক্রিকেটার আল আমিনের গ্রেপ্তার দাবিতে দুই সন্তানসহ মানববন্ধনে দাঁড়িয়েছেন তার স্ত্রী ইসরাত জাহান।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাই যে তিনি একজন মা, আমার দুটি বাচ্চাকে নিয়ে কোথায় যাব? তার কাছে সাহায্য চাই। যেন সুষ্ঠু বিচার করেন তিনি।
আল আমিন কোনো খরচ দিচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, আমার ফ্যামিলি আমাকে চালাচ্ছে। পুলিশের সাহায্যে আল আমিনের বাসায় আছে। বিসিবির কাছে দেয়া চিঠিতে আল আমিনের বিরুদ্ধে তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তার স্ত্রী।