মামলা নয়, আপসে রাজি ক্রিকেটার আল আমিনের স্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ এএম

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন ও তার স্ত্রী ইশরাত জাহান মিশু। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেছেন তার স্ত্রী ইশরাত জাহান মিশু। এদিকে, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন ডানহাতি এই পেসার।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় হাজির হন তিনি। এ সময় তিনি দাবি করেন, আল আমিন দ্বিতীয় বিয়ে করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে তিনি বলেন, প্রায়শই সে আমাকে মারধর করে। বাসা থেকে বের করে দেয়। এর আগেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এখন পুলিশের সহযোগিতা পেলে আপস করতে চাই।
আপসের বিষয়ে প্রশ্ন করা হলে আল আমিনের স্ত্রী বলেন, হ্যাঁ, আপস করতে চাই আমি। আমার দুই সন্তান নিয়ে কোথায় যাবো?