এখন রোবটিক্সের যুগ, নারীর পোশাক নির্ধারণের সময় নয়: শিক্ষামন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০১:৪৪ পিএম
নারীদের পোশাক নিয়ে শিক্ষাঙ্গনে মৌলবাদী তৎপরতার তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এখন আধুনিক যুগ, রোবটিক্সের যুগ, এখন নারীদের পোশাকের সাইজ নির্ধারণ করার সময় নয়। যারা নারীদের পোশাক নিয়ে তৎপর হয়েছেন তারা বাংলাদেশের মীমাংসিত বিষয় নিয়ে সক্রিয় হয়েছেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার পক্ষে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইরাব) সঙ্গে মতবিনিয়ম সভায় এমন কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে শিগগিরই বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।
[caption id="" align="aligncenter" width="1280"]
শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে এমন প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, যে কোনো আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেকক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের ওপর। পিতা-মাতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। মাধ্যমিকের ২ লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে ২ জন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন।
এ সময় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনায় অংশ নেন ইরাবের উপদেষ্টা রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মুসতাক আহমেদ, সহ-সভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম-সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ আবদুল হাই তুহিনসহ অন্যরা।