মেয়র জাহাঙ্গীরকে সাসপেন্ড কেন অবৈধ নয়: হাইকোর্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০২:২০ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাসপেন্ড কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিবসহ সংশিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গত বছরের ২৫ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত সপ্তাহে এ বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।