
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ১২:০৬ এএম
আরো পড়ুন
চকবাজারের আগুন: সেই হোটেল মালিক গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০১:০০ পিএম
লালবাগের চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘বরিশাল হোটেল’ নামে ওই হোটেলের মালিকের নাম- ফকরুল ইসলাম। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) তাকে লালবাগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় ময়নাতদন্তের পূর্বে লালবাগ থানার উপপরিদর্শক রাজীব কুমার সাংবাদিকদের এসব তথ্য জানান।
রাজীব কুমার বলেন, ৩০৪ (ক) ও ৩৪ ধারায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যদের গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাচ্ছিল্যভাবে গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
লালবাগের চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘বরিশাল হোটেল’ নামে ওই হোটেলের মালিকের নাম- ফকরুল ইসলাম। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) তাকে লালবাগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় ময়নাতদন্তের পূর্বে লালবাগ থানার উপপরিদর্শক রাজীব কুমার সাংবাদিকদের এসব তথ্য জানান।
রাজীব কুমার বলেন, ৩০৪ (ক) ও ৩৪ ধারায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যদের গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাচ্ছিল্যভাবে গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।