উত্তরায় এটিএম বুথে টাকা তোলার সময় ব্যবসায়ীকে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০১:৪৩ পিএম

অভিযুক্ত ঘাতক আবদুস সামাদ
রাজধানীর উত্তরায় এটিএম বুথে টাকা তোলার সময় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা সংঘটিত হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেন। ছুরিকাঘাতে নিহত ওই ব্যবসায়ীর নাম শরিফ উল্লাহ (৪৪)। টঙ্গী এলাকায় টাইলসের ব্যবসা করতেন তিনি।
ওসি বলেন, রাত পৌনে ১১টার দিকে শরিফ উত্তরার ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা তুলতে যায়। সেসময় অভিযুক্ত ঘাতক আবদুস সামাদ (৩৮) বুথে ঢুকে শরিফের টাকা কেড়ে নেয়ার চেষ্টা করে। শরিফ বাধা দিলে সামাদ ছুরিকাঘাত করে তাকে। এরপর শরিফের চিৎকারে বুথের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারী সামাদকে ধরে পুলিশে সোপর্দ করে ও শরিফকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।