ইসি যেন সালিশি দায়িত্ব না নেয়: ইনু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০২:০৪ পিএম

পরবর্তী নির্বাচন নিয়ে রবিবার ইসির সঙ্গে জাসদের নেতৃবৃন্দের সংলাপ হয়। ছবি: ভোরের কাগজ
ইসির দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। কোন দল এলো, কোন দল এলো না, কার দাবি পূরণ করতেই হবে এমন সালিশি দায়িত্বে যেন তারা না যায়।
ইসির সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) সংলাপ চলাকালে আজ রবিবার (২৪ জুলাই) জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ আহ্বান জানান। তিনি বলেন, সবার সঙ্গে সংলাপ করা আপনাদের দায়িত্ব। তার মধ্যে কেউ যদি নির্বাচনে অংশ না নিয়ে ভোটের আগে একটি সাংবিধানিক সরকার পতনের চক্রান্ত করে, তাহলে সেটা কতটা সাংঘাতিক। তারা স্বাধীনতা বিরোধী। জামায়াতে ইসলামীসহ স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে তারা।
তাই কোন দল এলো না এলো সেটা ইসির দেখার দায়িত্ব নয়, নির্বাচন সাংবিধানিকভাবে সময়মতো হবে। তাতে নির্বাচনে কে এলো না, এলো সেটা বড় কথা নয়। পরবর্তী নির্বাচন গ্রহণযোগ্য হবে।