×

জাতীয়

জনগণের ক্ষোভের বিস্ফোরণ যেকোনো সময়: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৪:৪৫ পিএম

জনগণের ক্ষোভের বিস্ফোরণ যেকোনো সময়: রিজভী

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভোরের কাগজ

   

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী শাসন পুরনো বাকশালেরই পুনর্মুদ্রণ। নব্য বাকশালী আওয়ামী শাসনযন্ত্রের কাছে এ দেশের সংগ্রামী জনগণ কখনও মাথা নত করবে না। জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে যেকোনো সময়। বর্তমান বিপন্ন সময়ে দাঁড়িয়ে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

যশোরে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে খুন ও দেশের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকারসহ আরও অনেকে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে ঈদের দ্বিতীয় দিনে প্রকাশ্যে তার বাড়ির সামনে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় নিজের বাড়ির সামনে একটি দোকানে বসে চা পান করছিলেন ধনি। এলাকাবাসী তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার কুড়িগ্রামের নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে।

রিজভী আরও বলেন, চট্টগ্রামের মীরেরসরাইয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা অগুন দিয়েছে। ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর গফরগাঁওয়ের বাড়িতে হামলা চালানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App