কুষ্টিয়ায় দুই সহযোগীসহ সন্ত্রাসী সম্রাট গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৪:০০ পিএম

সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে দুই সহযোগীসহ সন্ত্রাসী জেড. এম. সম্রাটকে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি: ভোরের কাগজ

সোমবাার রাতে র্যাবের হাতে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক
# আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার
কুষ্টিয়ায় দুই সহযোগীসহ সন্ত্রাসী জেড. এম. সম্রাটকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টায় র্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
[caption id="attachment_357706" align="aligncenter" width="700"]
তিনি বলেন, কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার সন্ত্রাসী জেড. এম. সম্রাট এবং তার দুই সহযোগী রাসেল ও ওসমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে মজমপুরে জেড. এম. সম্রাট অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে একটি ওয়ান সুটার গান, আট রাউন্ড গুলি, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, চারটি ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত সম্রাট, রাসেল ও ওসমানের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাবের ওই কর্মকর্তা।