
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৩৮ এএম
আরো পড়ুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে রেকর্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২২, ০৯:০০ পিএম
চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড ৩২ লাখ ৫৫ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। এ সংখ্যা আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। রপ্তানি ও শিল্প খাতের প্রবৃদ্ধির ওপর ভর করেই কনটেইনার পরিবহনও বেড়েছে।
শুক্রবার (১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। এ হিসেবের মধ্যে চট্টগ্রাম বন্দরের মূল জেটি, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালের কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা বিবেচনা করা হয়েছে। এছাড়া আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ও খালি কনটেইনার এ হিসাবে রয়েছে।সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড ৩২ লাখ ৫৫ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। এ সংখ্যা আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। রপ্তানি ও শিল্প খাতের প্রবৃদ্ধির ওপর ভর করেই কনটেইনার পরিবহনও বেড়েছে।
শুক্রবার (১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। এ হিসেবের মধ্যে চট্টগ্রাম বন্দরের মূল জেটি, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালের কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা বিবেচনা করা হয়েছে। এছাড়া আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ও খালি কনটেইনার এ হিসাবে রয়েছে।