চলতি অর্থবছরে জনকল্যাণে দেশব্যাপী ১০০ কোটির বেশি ব্যয় করেছে রোটারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৪:৪৯ পিএম

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩২৮১ এর গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব রোটারির ২০২২-২৩ সেশনের বার্ষিক কর্মসূচী ঘোষনা করেন।
২০২২-২৩ রোটারি বর্ষের সূচনালগ্নে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১-এর গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব বলেছেন, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২১-২২ অর্থবছরে জনকল্যানমূলক প্রকল্পসমূহ বাস্তবায়নে দেশব্যাপী ১০০ কোটিরও বেশি ব্যয় করেছে। আগামী অর্থবছরে রোটরির এই কর্মসূচি আরো বৃদ্ধি করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রোটারির এডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট মো. আশরাফুজ্জামান নান্নু, সাবেক গভর্নর কেএম জয়নুল আবেদিন, ড. মীর আনিসুজ্জামান, এম খায়রুল আলম, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি আতিকুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারী এক্সটার্নাল এফেয়ার্স শিরিন বন, কসমোপলিটন রোটরির সভাপতি খন্দকার ওমর ফারুক ও সাবেক গর্ভনরবৃন্দ।
গভর্নর বলেন, পহেলা জুলাই বিশ্বব্যাপী ২০২২-২৩ রোটারি বর্ষের শুভ সূচনা হবে। সারা বিশ্বের ৩৩ হাজারেরও অধিক ক্লাবের ১২ লক্ষাধিক রোটারিয়ানগণ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি নানান কার্যক্রমের মধ্যে দিয়ে নতুন রোটারি বর্ষ উদযাপন করবেন।
এ উপলক্ষে বাংলাদেশেও বিশেষ কর্মসূচির ভেতর দিয়ে নতুন বছররে প্রথম দিনটি উদযাপন করা হবে। আগামীকাল শুক্রবার সারাদেশে বিভিন্ন শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হবে। ঢাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে হাতিরঝিলে সকাল নয়টায়। বিকেলে বঙ্গবন্ধু আর্ন্তজাতকি সম্মলেন কেন্দ্রে অনুষ্ঠতি হবে ডিস্ট্রিক্ট ইনস্টলেশন। প্রধান অতিথি প্রাক্তন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হোলগার ন্যাক।
এই অনুষ্ঠানে রোটারি জেলা ৩২৮১- এর চীফ এডভাইজার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বানিজ্য মন্ত্রী টীপু মুনশী, দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান যোগ দিবেন। উক্ত চারজন মন্ত্রী রোটারি ইন্টারন্যাশনালের সদস্য।