চট্টগ্রাম নগরীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৭, ১১:৩৫ এএম
চট্টগ্রাম নগরীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) ওরফে বাইট্যা ফারুক নামে একজন নিহত হয়েছেন। ফারুক দির্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত । এসময় ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে র্যাব তার পরিচয় জানতে পারে। ফারুকের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ফারুককে ধরতে র্যাব সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ফারুক র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ফারুক ঘটনাস্থলেই নিহত হন।
এসময় দুই লাখ ইয়াবা, বিপুল পরিমাণ ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ফারুক এলাকায় বাইট্যা ফারুক নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।