×

জাতীয়

কুমিল্লায় ছাত্রলীগের ওপর গুলি, এলডিপি নেতা রেদোয়ান আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৫:২৭ পিএম

কুমিল্লায় ছাত্রলীগের ওপর গুলি, এলডিপি নেতা রেদোয়ান আটক

সোমবার কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীর ওপর গুলির অভিযোগে এলডিপি নেতা রেদোয়ান আহমেদকে আটক করে পুলিশ। ছবি: ভোরের কাগজ

কুমিল্লায় ছাত্রলীগের ওপর গুলি, এলডিপি নেতা রেদোয়ান আটক

সোমবার কুমিল্লার চান্দিনায় পুলিশের হাতে আটক এলডিপি নেতা রেদোয়ান আহমেদ। ছবি: ভোরের কাগজ

   

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা সদরে ওই দুই নেতার ওপর গুলিবর্ষণের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে আমরা রেদোয়ান আহমেদের কয়েক রাউন্ড গুলি চালানোর ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি। তাই তাকে পুলিশ হেফাজতে এনে এ বিষয়ে আমরা জানতে চাইছি। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানিয়েছে, বিকেল সাড়ে তিনটার দিকে চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এলডিপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব এবং সাবেক মন্ত্রী রেদেয়ান আহমেদ। অনুষ্ঠান শুরুর আগেই দুপুরে কলেজ ক্যাম্পাসে তিনি প্রবেশ করেন। তিনি ওই কলেজের প্রতিষ্ঠাতা এবং চান্দিনা আসনের সাবেক সাংসদ। একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ একই স্থানে কর্মী সভার ঘোষণা দিলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এলডিপির একাধিক নেতা জানান, ছাত্রলীগ ইচ্ছাকৃতভাবে রেদোয়ান আহমেদের গাড়ি লক্ষ্য করে তরমুজ ও ঢিল মেরেছে।

অন্যদিকে ছাত্রলীগের দাবি, রেদোয়ান হঠাৎ করেই তাদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী জনি ও ছাত্রলীগ কর্মী নাজমুল গুলিবিব্ধ হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App