নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ঢাবি ছাত্রী এলমা: ডিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০২:২৪ পিএম

ঢাবি ছাত্রী এলমা চৌধুরী ও তার স্বামী ইফতেখার আবেদীন
হত্যা নয়, বরং স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা চৌধুরী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। প্রায় চার মাস তদন্তের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ডিজিটাল ফরেনসিক প্রমাণের পাশাপাশি আসামি ও অন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ থেকে আমরা নিশ্চিত হয়েছি যে এলমা আত্মহত্যা করেছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিন।
প্রবাসী স্বামী ইফতেখার আবেদীন (৩৫) কানাডা থেকে দেশে ফেরার তিন দিনের মাথায় গত বছরের ১৪ ডিসেম্বর এলমার (২৬) মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল।