পায়রা বন্দর চেয়ারম্যানের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৫:০৬ পিএম

বৃহস্পতিবার পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ভোরের কাগজ
পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল (ট্যাজ), এনইউপি, পিপিএম, পিএসসি, বিএন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।
(৩১ মার্চ) দুপুর সাড়ে বারোটায় বন্দরের সম্মানিত সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর কবরে জিয়ারত করেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।