রাজধানীতে পিকআপের ধাক্কায় নিহত ৩ মোটরসাইকেল আরোহী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৮:৫৩ পিএম
রাজধানীর রূপনগর বেরিবাধে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সেখানকার সাদি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. হাসান জানান, মিলন ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতো। হারুন ও শামিম একটি মোটর গ্যারেজে কাজ করতো। বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে রূপনগর বেরিবাধে পিকআপ ভ্যান ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুনের। মিলন ও শামিমকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সাড়ে ৬টায় মারা যায় মিলন। চিকিৎসাধীন তার কিছুক্ষণ পর মারা যায় শামিম।
মৃত মিলনের চাচা মো. জামাল হোসেন জানান, তাদের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া এলাকায়। তার বাবার নাম সোবহান মিয়া। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনের উত্তর বিশিল এলাকার তিন নম্বর রোডে থাকতো। ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতো সে। বিকালে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলো।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মিলন সারে ৬টার দিকে মারা যায়। শামিম চিকিৎসাধীন পৌনে ৮টার দিকে মারা যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রুপনগরে বেরিবাধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হারুন নামে একজন ঘটনাস্থলে মারা গেছে। বাকি দুজন ঢামেক হাসপাতালে মারা গেছে। মিলনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও বাকি দুজনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।