আমিরাত যেতে ৬ ঘণ্টা আগের করোনা পরীক্ষা লাগবে না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৭ পিএম

ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যেতে এখন থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে গত বছরের আগস্ট মাসে শর্ত দেয়া হয়, সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।
কিন্তু বাংলাদেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী।
পরে হযরত শাহজালাল বিমানবন্দরের ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছিল। এখানে পরীক্ষা সম্পন্ন করাতে ৬-৮ ঘন্টা লাগায় যাত্রীরা তীব্র ভোগান্তির অভিযোগ করেন।