বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন করা কঠিন: সিইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০১:৫৩ পিএম
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন করা কঠিন। কিন্তু এটাই একমাত্র পথ বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে এ বৈঠকে তিনি পাঁচ মেয়াদে তার কর্মযজ্ঞও তুলে ধরেন।
কেএম নূরুল হুদা বলেন, বন্দুক মাথায় রেখে একটা নির্বাচন করা যেতে পারে। চিরদিন সেটা হতে পারে না। বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন করা কঠিন, কিন্তু সম্ভব, আর এটাই একমাত্র পথ।
সিইসি এ সময় ১/১১ সরকারের সময়কার এটিএম শামসুল হুদা কমিশনের সমালোচনাও করেন।
সাবেক সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ৬৯২ দিন পর নির্বাচন করেছেন। আর আমাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়েছে। আপনাদের সংবিধান লঙ্ঘন করার এ অধিকার কে দিয়েছিল। তখন তো জরুরি অবস্থা ছিল। জরুরি অবস্থার মধ্যে আর রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করার পার্থক্য আছে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিষয়ে সিইসি বলেন, তিনি একজন অসুস্থ ব্যক্তি, তার চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
কে এম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে উনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনও আইসিইউতে কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া উনি সিঙ্গাপুর, ভারতে চিকিৎসা নিয়েছেন। এসব চিকিৎসার ব্যয় কমিশন থেকে করা হয়। এ অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।
আরএফইডি সভাপতি সোমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জেবেলসহ আরএফইডির সদস্যরা উপস্থিত ছিলেন।