
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৩৩ এএম
আরো পড়ুন
সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে শারীরিকভাবে অনেকটা দূবল থাকলেও দুজনেই সুস্থ আছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফলে গতকাল সোমাবার দলের স্থায়ী কমিটির বৈঠকেও তিনি অংশ নেননি।
সূত্র আরও জানিয়েছে, কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে শারীরিকভাবে অনেকটা দূবল থাকলেও দুজনেই সুস্থ আছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফলে গতকাল সোমাবার দলের স্থায়ী কমিটির বৈঠকেও তিনি অংশ নেননি।
সূত্র আরও জানিয়েছে, কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।