বাংলামটরে রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১১:৩৯ এএম

রাজধানীর বাংলামোটর রাহাত টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে ১১ তলা ভবনের সবচেয়ে উপরের তলায় এ ঘটনা ঘটেছে।

রাজধানীর বাংলামোটর রাহাত টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ছবি: ভোরের কাগজ

রাজধানীর বাংলামটর রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: ভোরের কাগজ

বৃহস্পতিবার রাজধানীর বাংলামটর রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামটরের রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টা ৫ মিনিটে ১১ তলা ভবনের সবচেয়ে উপরের তলায় এ আগুন লাগে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
জানা গেছে, ভবনটিতে যমুনা টেভির বুথ অফিস, বিজয় টিভি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা থাকায় প্রতিদিনের মতোই অনেক মানুষের সমাগম ঘটেছিল।
[caption id="attachment_327613" align="aligncenter" width="700"]
বৃহস্পতিবার রাজধানীর বাংলামটর রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: ভোরের কাগজ[/caption]
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যায়। পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছে। এখন ১১টি ইউনিট কাজ করছে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভবনটি থেকে বের হওয়া একজন ব্যক্তি জানান, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের সময়ও পাননি তিনি। সেটির পিন খোলার চেষ্টা করার সময়েই চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এটা দেখে তিনি পানি দিয়ে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করেন।
[caption id="attachment_327626" align="aligncenter" width="700"]
বৃহস্পতিবার রাজধানীর বাংলামটর রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত[/caption]
আগুন লাগার পর ভবনের সামনের ব্যস্ততম সড়কে অনেক মানুষের ভিড় লেগে যায়। যেটা কোথাও আগুন লাগলেই হয়।
আগুনে হতাহতের খবর না পাওয়া গেলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে টিভি স্টুডিওর যন্ত্রপাতিগুলো পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
উপরে আগুন লাগার পর সবাই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে পেরেছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ভবনের বিভিন্ন তালায় তল্লাশি চালাচ্ছে এবং ছাদেও চলে গেছে।

