×

জাতীয়

টেকনাফে অপহৃত ৪ ছাত্রের ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ পিএম

টেকনাফে অপহৃত ৪ ছাত্রের ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ৭

উদ্ধারকৃত দুজন ছাত্র

   

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত রামুর খুনিয়া পালংয়ের চার স্কুলছাত্রের মধ্যে তিন জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) নয়াপাড়া ও শালবন রোহিঙ্গা শিবিরের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এপিবিএন-১৬ ও র‍্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় সাত জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত স্কুলছাত্ররা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন এবং জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামের আরেকজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস জানান, ক্যাম্প থেকে মোহাম্মদ কায়সার নামের অপহৃত এক ছাত্রকে উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।

একই দিন পৃথক সময়ে একই এলাকা থেকে এপিবিএন উদ্ধার করে মিজানুর রহমান নয়ন ও জাহেদুল ইসলাম নামের আরও দুই ছাত্রকে। বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, চার জনকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত তিন জন উদ্ধারের খবর রয়েছে। এ ঘটনায় মোট সাত জন আটক রয়েছে।

অন্য শিক্ষার্থীকে উদ্ধারের জন্য আশপাশের পাহাড়গুলোতে র‌্যাব, আর্মড পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী বলেন, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আশা করছি দ্রুত অন্যজনকে উদ্ধার করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App