নভেম্বরে রেকর্ড ১ লাখ ২ হাজার ৮৬৩ কর্মী বিদেশ গেছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০১:০৭ এএম


ছন্দে ফিরেছে বাংলাদেশের শ্রমবাজার। কর্মীদের বিদেশযাত্রা শুরু হয়েছে পুরোদমে। শুধু তাই নয়, সদ্যসমাপ্ত নভেম্বর মাসে বৈদেশিক কর্মসংস্থানের নতুন রেকর্ড হয়েছে। এই এক মাসে ১ লাখ ২ হাজার ৮৬৩ জন কর্মীকে বিদেশে পাঠানোর জন্য ছাড়পত্র দিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এর আগে ২০১৭ সালের মার্চ মাসে ১ লাখের বেশি কর্মী বিদেশে গিয়েছিলেন।
বিএমইটির কর্মকর্তারা জানান, করোনা মহামারীর কারণে ২০২০ সালে বৈদেশিক কর্মসংস্থান থমকে গিয়েছিল। আগের বছর কর্মসংস্থান দারুণভাবে বাধাগ্রস্ত হলেও এ বছর পরিস্থিতি বেশ ভালো। করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার পর সেপ্টেম্বর থেকে ফের কর্মী যাওয়া বাড়তে থাকে। ওই মাসে ৪২ হাজার এবং অক্টোবরে ৬৫ হাজার ২৩৩ জন বিদেশে যান। এরপর নভেম্বর মাসে ১ লাখ ২ হাজার ৮৬৩ জন কর্মী বিদেশে যান, যা নতুন রেকর্ড।