শহীদ-জায়া বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১০:২১ পিএম

শহীদ-জায়া বেগম মুশতারী শফী। ছবি : ভোরের কাগজ
উদীচী চট্টগ্রামের সভাপতি, শহীদ-জায়া বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৮৩ বছর বয়সী বেগম মুশতারী শফী দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। রক্তে হিমগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট আরও বেড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার ভোরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।
একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলন, চট্টগ্রামের সাংস্কৃতিক-নাগরিক আন্দোলনে সামনের সারির সংগঠক এবং মুক্তিযুদ্ধে স্বামী-ভাই হারানো বেগম মুশতারী শফীর সুস্থতার জন্য তার পরিবার এবং উদীচী চট্টগ্রামের পক্ষ থেকে সবার কাছে শুভকামনা প্রত্যাশা করা হয়েছে।