২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ আটক ৩

খোরশেদ আলম, শেরপুর থেকে
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

ছবি : ভোরের কাগজ
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে ট্রাক, কভার ভ্যান ও পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি, কম্বল ও জিরাও চোরাইগরুসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর পর্যন্ত শেরপুরের সেনাবাহিনী, সীমান্ত ফাঁড়ির বিজিবি ও স্থানীয় জনতা পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য আটক হয়।
শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযানিকদল নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের রহুল আমীনের বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এসময় সেনা অভিযানে ৭২১টি ভারতীয় কম্বল ও ৩০৫ বস্তা ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করা হয়।
আটককৃত পণ্যের মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।
অপরদিকে, ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ বলেন, বুধবার বিকালে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার খাড়ামুড়া এলাকা থেকে ৪ ভারতীয় চোরাই গরু ও বিকাল সাড়ে ৫টায় ছোটগজনী এলাকা থেকে পিকআপ ভর্তি ১১৮৯ পিস উন্নতমানের ভারতীয় শাড়িকাপড়সহ লিমন সিম সাং (৩০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে আটক করে।
আরো পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আটককৃত মালামালের মূল্য কোটি টাকার ওপরে। আটককৃত লিমন সিম সাং ও উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভোর সাড়ে ৪টায় ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে কভার ভ্যান ভর্তি ভারতীয় কম্বল ও চালকসহ ২ জনকে আটক করে স্থানীয় ছাত্রজনতা।
খবর পেয়ে থানা পুলিশ কভারভ্যান ভর্তি কম্বল ও ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন। তিনি বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।