কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি শামীম ও সম্পাদক ওবাইদুল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

ছবি: ভোরের কাগজ
নেত্রকোণার কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীমকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওবাইদুল হক পাঠানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
দুই বছর মেয়াদি এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. এনামুল হক তালুকদার (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া (দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম মামুন (দৈনিক ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক কাজল তালুকদার (দৈনিক ভোরের ডাক), আইসিটি সম্পাদক রীনা হায়াৎ (দৈনিক জনতা)।
নির্বাহী সদস্য পদে রয়েছেন- দৈনিক যুগান্তরের প্রান্ত সাহা বিভাস, দৈনিক আলোকিত ময়মনসিংহের জাহাঙ্গীর আলম মজুমদার, দৈনিক ঢাকার আব্দুল্লাহ আল রোমান ও দৈনিক মানবজমিনের আব্দুর রশিদ।