সখীপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলা রোডে খান মার্কেটের সামনে ফুটপাতে বীজের দোকানে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮অক্টোবর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনের নির্দেশে পুলিশের টহলদলের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করে।
ইয়াবা ব্যবসায়ী গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো. নজরুল ইসলামের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২)। ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা যায়, ছানোয়ার বীজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। ঘটনার দিন মুলা বীজের ভেতরে ইয়াবা খোলা প্যাকেটে ভরে বিক্রি করছিল।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) মো.শরীফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মাদক নির্মূলে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আরো পড়ুন: ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়!