×

মধ্যপ্রাচ্য

প্রচণ্ড শীতে কাঁপছে গাজাবাসী, ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ এএম

  প্রচণ্ড শীতে কাঁপছে গাজাবাসী, ৭ শিশুর মৃত্যু

গাজায় ৭ শিশুর মৃত্যু

   

দীর্ঘ ১৫ মাস ধরে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লড়াই করে এখনো যারা গাজায় টিকে আছেন, তারা ত্রাণের অভাবে নিদারুণ কষ্টে আছেন।

শীতবস্ত্র না থাকায় গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত গত ৬ দিনে ফিলিস্তিনি সাত শিশু মারা গেছে। খবর আল-জাজিরা ও তাসের।

আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে, গাজায় কাজ করা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। তারা বলেছে, গাজা ছিটমহলের প্রায় ১০ লাখ ফিলিস্তিনি প্রচণ্ড শীতের মধ্যে ঠাণ্ডার বিরুদ্ধে কোনো অর্থবহ সুরক্ষা পায়নি।

ইসরায়েল ও হামাস আন্দোলনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ঠাণ্ডায় অন্তত সাত ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিওএ) কাজ করছে, তবে চাহিদার তুলনায় অনেক কম সহায়তা পাচ্ছেন শরণার্থীরা।

এর আগে, ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ঠাণ্ডা এবং মানবিক সহায়তা সরবরাহ হ্রাসের কারণে ছিটমহলের একটি সংকটজনক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছিলেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বলেছে, গাজার প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনির জন্য শীতে কোনো সুরক্ষা নেই। এনআরসি অনুসারে, গাজার মাত্র পৌনে ৩ লাখ বাস্তুচ্যুত মানুষ নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় আশ্রয় পেয়েছে, এখনো প্রায় পৌনে ১০ লাখ মানুষ প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গত ১৫ জানুয়ারি গাজায় মানবিক ত্রাণ সরবরাহের ঘোষণা দিলেও এখনো তা পুরোপুিচালু করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App