যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ৯০০ ত্রাণবাহী ট্রাক ঢুকলো গাজায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৪০ পিএম

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই ৬৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছিল। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকরের পর সোমবার দ্বিতীয় দিনে ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়। এ নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত দুই দিনে প্রবেশ করেছে ১ হাজার ৫৪৫ ট্রাক ত্রাণ।
স্থানীয় সময় গত রবিবার বেলা সোয়া ১১টার দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় প্রবেশ করছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। সোমবার (২০ জানুয়ারি) যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ৯০০ টিরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে বর্ণিত দৈনিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। খবর আবর নিউজের।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক সহায়তা বিশয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজা যুদ্ধে বেঁচে থাকা মানুষদের সহায়তা বৃদ্ধির জন্য উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্ততাকারীদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সোমবার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।
গাজায় সংঘাত চলাকালীন ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণবাহী ট্রাক প্রবেশ এবং বিতরণে বাধা সৃষ্টির নিন্দা করেছে জাতিসংঘ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই রোববার ৬৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছিল।
গত ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় জরুরি সাহায্যের জোগান বৃদ্ধির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাথম দফায় ৪২ দিনের যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক গাজায় প্রবেশের কথা বলা হয়েছে।
আরো পড়ুন : ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত হামাস