×

মধ্যপ্রাচ্য

গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে ইসরাইল : মালালার ক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে ইসরাইল : মালালার ক্ষোভ

ছবি : সংগৃহীত

   

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংস করার জন্য ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার (১২ জানুয়ারি) ইসলামাবাদে অনুষ্ঠিত ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। দুদিনব্যাপী এই সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নেন।  

সম্মেলনের দ্বিতীয় দিনে মালালা বলেন, গাজায় ইসরাইল সমগ্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা হামলা চালিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি স্কুল গুঁড়িয়ে দিয়েছে। এমনকি যেসব স্কুলে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল, সেসব স্থাপনাতেও নির্বিচারে হামলা চালিয়েছে।  

তিনি আরো বলেন, আমি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের বিরোধিতা অব্যাহত রাখব। ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছে। যদি কোনো ফিলিস্তিনি মেয়ের স্কুলে বোমা ফেলা হয় এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়, তাহলে তার আর কোনো ভবিষ্যৎ থাকে না।  

প্রসঙ্গত, ১৫ বছর বয়সে মালালা ইউসুফজাই পাকিস্তানে শিক্ষা আন্দোলনের জন্য সন্ত্রাসীদের গুলির শিকার হন। এরপর যুক্তরাজ্যে স্থানান্তরিত হয়ে সুস্থ হওয়ার পর মাত্র ১৭ বছর বয়সে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাকে সর্বকনিষ্ঠ নোবেলজয়ীর মর্যাদা দেয়।  

২০১২ সালের পর মালালা মাত্র দুবার পাকিস্তান সফর করেন। এবারের সফরটি তার তৃতীয়বারের মতো নিজ দেশে ফিরে আসা।  

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার প্রতিশোধে ইসরাইল গাজায় লাগাতার হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ইসরাইলের হামলায় ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App