×

মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৩২ ফিলিস্তিনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৩২ ফিলিস্তিনি

ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। ছবি : সংগৃহীত

   

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় নারী-শিশুসহ আরো ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৯৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গাজার কয়েকটি ভবনে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় চারটি পরিবারের ওপর গণহত্যা সংঘটিত হয়। এ হামলায় ৩২ জন নিহত ও আহত হয়েছেন আরো ৯৪ জন।

দেশটির মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৯২ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৩৩৮ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮১৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬ হাজার ২৫০ জন।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গাজায় ইসরাইলের গণহত্যা ঠেকাতে জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের অক্ষমতাকে ‘অসম্মানজনক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, ইসরাইলি হামলায় চিকিৎসক, শিক্ষক, নার্স, নারীসহ কেউ রেহাই পাচ্ছে না। ১৭ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সমাজের অক্ষমতায় এরপরও ইসরাইলি সেনারা ধৃষ্টতা দেখিয়ে বলছে ‘এটা গণহত্যা নয়’।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ১২৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৩৮ জন।

আরো পড়ুন : ফিলিস্তিনে সংবাদ প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক

নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করা হয়েছে।তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App