আসাদের পতন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরিকল্পনার ফল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফল। ১১ ডিসেম্বর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি জানান, সিরিয়ায় যা ঘটেছে, তার মূল পরিকল্পনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমে। খামেনি বলেন, "আমাদের কাছে এর প্রমাণ রয়েছে।"
এছাড়া, তিনি সিরিয়ার এক প্রতিবেশী সরকারকে উল্লেখ করেছেন, যা এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে পর্যবেক্ষকদের মতে, খামেনি সম্ভবত তুরস্ককে ইঙ্গিত করেছেন। দীর্ঘদিন ধরে তুরস্ক আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে এবং সিরিয়ার উত্তরাঞ্চলে একাধিক সামরিক অভিযান চালিয়ে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দমন ও আসাদের পতনে সহযোগিতা করেছে।
ইরান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে, সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা এবং বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছে। খামেনি এ সময় দাবি করেন যে, আসাদের পতনের পরেও ইরান এবং সিরিয়ার সম্পর্ক অব্যাহত থাকবে এবং একটি সর্বসমন্বিত সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে, যেখানে সিরিয়ার সব অংশের প্রতিনিধিত্ব থাকবে।
আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, "অধিক চাপ প্রয়োগ করা হলে প্রতিরোধ আরও শক্তিশালী হয়। অপরাধ যত বাড়বে, প্রতিরোধ ততই দৃঢ় হয়। লড়াই যত বাড়বে, প্রতিরোধ ততই সম্প্রসারিত হয়।" তিনি ইরানের শক্তি বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, "ইরান শক্তিশালী এবং আরও শক্তিশালী হয়ে উঠবে।"
খামেনি তার বক্তব্যে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ জোটকে সমগ্র অঞ্চলে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন, যা তাদের সামরিক ও রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।