বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি সিরিয়ার প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ এএম

ছবি : সংগৃহীত
সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। সোমবার (৯ ডিসেম্বর) দেশটিতে স্বৈরশাসক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এক বৈঠক হয়। ওই বৈঠকে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জালালি। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তকে সমস্ত ইসলামী জাতির বিজয় বলে অভিহিত করেছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি।
রয়টার্সের প্রতিবেদনে আল আরাবিয়া টিভির বরাতে বলা হয়েছে, সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহী সালভেশন গভর্নমেন্ট-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। তবে, আগামী মাসগুলোতে দেশটিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দামেস্কে থাকবেন তিনি।
গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দেশ থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ।
ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জোলানি বিজয়ের পর প্রথম ভাষণ দিয়েছেন। তিনি দেশটির রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে দেয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়।
তিনি বলেন, আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। এ জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এ জয় সব সিরিয়াবাসীর জয়।
আরো পড়ুন : তুরস্কের সিরীয় শরণার্থীদের স্বদেশে ফেরাতে চান এরদোগান