×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, ইরানি দূতাবাসে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম

সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, ইরানি দূতাবাসে হামলা

ছবি : সংগৃহীত

   

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির লাতাকিয়া প্রদেশে অবস্থিত রুশ হেমেইমিম বিমানঘাঁটি এবং তারতুস উপকূলের নৌঘাঁটিগুলোর ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে আসাদের নিয়ন্ত্রণ হ্রাস পাচ্ছে এবং এর ফলে রাশিয়া ও ইরানের মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমে যাচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এবং বিশেষ করে দেশটির সামরিক ঘাঁটিগুলি এখন তীব্র হুমকির সম্মুখীন। একদিকে সিরিয়ায় রুশ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে দামেস্কে ইরানের দূতাবাসও হামলার শিকার হয়েছে। ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, দামেস্কে ইরানি দূতাবাসের ভবনে হামলা চালানো হয়, যা ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়। হামলায় ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, জানালা ভেঙে গেছে এবং ঘরের ভিতরে কাগজপত্র ছড়িয়ে পড়েছে। এছাড়া, হামলাকারীরা ভবনের দেয়ালে ইরানের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেমানি এবং হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবির একটি বড় ব্যানারও ছিঁড়ে ফেলেছে।

এদিকে, সিরিয়ায় রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা - হেমেইমিম বিমানঘাঁটি এবং তারতুস উপকূলের নৌঘাঁটির নিরাপত্তা নিয়ে রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হেমেইমিম বিমানঘাঁটি রাশিয়ার প্রধান বিমান হামলা কেন্দ্র, যেখানে ৭৫ শতাংশ বিমান হামলা পরিচালিত হয়। তারতুসের নৌঘাঁটি রাশিয়ার একমাত্র মেরামত ও সরবরাহকেন্দ্র, যা ভূমধ্যসাগরে তাদের সামরিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ।

রুশ ব্লগাররা সতর্ক করেছেন যে, সিরিয়ায় বিদ্রোহীরা রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে এবং রাশিয়ার সামরিক বাহিনী এখন অনেক বেশি অরক্ষিত অবস্থায় রয়েছে। 'রাইবার' নামক এক ব্লগার বলেন, “বিদ্রোহীরা থামবে না এবং তারা সিরিয়ায় রুশ প্রতিনিধিদের শারীরিক ক্ষতি করার চেষ্টা করতে পারে, বিশেষ করে আমাদের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে।”

অন্যদিকে, 'ফাইটারবম্বার' নামে এক যুদ্ধবিষয়ক ব্লগার বলেছেন, “সিরিয়ায় রুশ বাহিনী খুবই দুর্বল হয়ে পড়েছে। হেমেইমিম বিমানঘাঁটি হারানো মানে বিমান হামলা চালানোর ক্ষমতা হারানো।” তিনি আরও বলেন, “সিরিয়ায় আমাদের বাহিনীর প্রধান কাজ এখন লাতাকিয়া দখল থেকে বিরত রাখা, এমনকি যদি আমাদের বাকি অঞ্চলের নিয়ন্ত্রণ সাময়িকভাবে হারাতে হয়।”

এই পরিস্থিতির মধ্যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে জানান, রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যতটুকু সম্ভব, তা করছে। তবে তিনি এই মুহূর্তে সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না।

এখন প্রশ্ন হচ্ছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি কিভাবে বিকশিত হবে এবং দেশটির ঘাঁটিগুলোর নিরাপত্তা কতটুকু বজায় রাখা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App