×

মধ্যপ্রাচ্য

ইরানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অন্তর্বাস পরে নারীর কাণ্ড, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

   

ইরানে ইসলামিক পোশাক আইনের বিরুদ্ধে একটি নতুন প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে এক তরুণী তার পরা কাপড় খুলে প্রতিবাদ জানান। তিনি শুধু অন্তর্বাস পরে ঘুরে বেড়ান, যা দেশটির কঠোর পোশাক বিধির বিরুদ্ধে তার প্রতিবাদ হিসেবে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা ওই নারীকে আটক করেছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। ভিডিওতে তরুণীর প্রতি নিরাপত্তা রক্ষীদের আচরণ এবং তার প্রতিবাদের কারণ সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র আমির মাহজব এক্স সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, আটক করার পর পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে দেখা গেছে ওই নারী মানসিক চাপের মধ্যে রয়েছেন এবং সম্ভবত মানসিক অসুস্থতায় ভুগছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছেন যে, এটি একটি সচেতন প্রতিবাদ, এটি নারীদের জন্য একটি অশান্তির চিহ্ন।

লেই লা নামের একজন এক্সে ভিডিওটি পোস্ট করে মন্তব্য করেন, অধিকাংশ নারীর জন্য জনসমক্ষে অন্তর্বাস পরে থাকা একটি দুঃস্বপ্ন। এটি বাধ্যতামূলক হিজাবের বিষয়ে কর্তৃপক্ষের বেকুব জবরদস্তির বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। 

ইরানে নারীদের জন্য হিজাব এবং পোশাক সম্পর্কিত বিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মাথায় হিজাব ঠিকমতো না থাকায় কুর্দি নারী মাশা আমিনীকে আটক করে নীতি পুলিশ। পরবর্তীতে তাদের হেফাজতে আমিনির মৃত্যু ঘটে, যা দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের সূচনা ঘটে। এ ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করেছে।

এদিকে, ওই তরুণীর এই প্রতিবাদের পর তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। 

হামশাহরি নামে একটি দৈনিক পত্রিকা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তদন্তের পর ওই নারীর মানসিক সমস্যা বিবেচনা করে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App