গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিলেন সিআইএ প্রধান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম

সিআইএ প্রধান বিল বার্নস। ছবি : সংগৃহীত
গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের জন্য দোহায় বহুপক্ষীয় ম্যারাথন আলোচনা চলছে। গত রবিবার (২৭ অক্টোবর) থেকে আলোচনায় অংশ নিয়েছে মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। খবর রয়টার্সের।
এর মধ্যে সোমবার (২৮ অক্টোবর) চারজন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল মিশর। কিন্তু এ প্রস্তাবে কোনো পক্ষই আগ্রহ দেখায়নি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সিআইএ প্রধান বিল বার্নসের একটি প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ৮ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ২৮ দিনের যুদ্ধবিরতি এবং অর্ধশত ফিলিস্তিনি বন্দির মুক্তি।
তিন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস ওই প্রতিবেদন প্রকাশ করেছে। বিল বার্নস বলেছেন, বিষয়টি নিয়ে আমি ইসরায়েলি এবং কাতারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছি। একটি আংশিক চুক্তি যুদ্ধবিরতি আলোচনায় দুই মাসের অচলাবস্থা ভেঙে দিতে পারে, আরো ব্যাপক চুক্তির জন্য আলোচনা শুরু হতে পারে, গাজায় মানবিক অবস্থার উন্নতি করতে পারে এবং গাজায় আটক কিছু জিম্মিকে মুক্ত করতে পারে।
সিআইএ প্রধান আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অসম্ভাব্য এবং ইসরায়েল ও হামাস উভয়ই সম্ভবত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তাদের অবস্থান পরিষ্কার করবে।
বার্নস দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার সঙ্গেও আলাপ করেছেন।
আরো পড়ুন : ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল