×

গণমাধ্যম

হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম

ছবি: সংগৃহীত

   

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোরের কাগজ ও মোহনা টিভির হাতিয়া উপজেলা প্রতিনিধি মো. ফিরোজ উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের হাতিয়া উপজেলা প্রতিনিধি জি. এম ইব্রাহিম।

শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় হাতিয়া প্রেসক্লাব ভবনে নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৩ জন।

দুপুর ১টায় ঘোষিত ফলাফলে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি আমির হামজা, সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাতিয়ার কথা সম্পাদক মোহাম্মদ কেফায়েতুল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক যায়যায় দিন ও বিজয় টিভি প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধক্ষ্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি আক্তার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নির্বাহী সদস্য দৈনিক সমাচার জাকির হোসেন, দৈনিক খবরের কাগজ হানিফ উদ্দিন সাকিব এবং দৈনিক খবর প্রতিনিধি মো. ছাইফুল ইসলাম নির্বাচিত হন। 

বিকালে নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার আ ফ ম শামছুদ্দিন ও আরিফুল মাওলানা। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ হাতিয়া প্রেসক্লাবে এভাবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যার কারণে এই নির্বাচন সর্বমহলে এবং সাংবাদিক সমাজে এক আনন্দ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে। 

নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব নেতৃবৃন্দকে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, ভোরের কাগজের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, হাতিয়ার নৌবাহিনী কর্মকর্তা, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App