বিএমএসএফের সব পদ থেকে আফজাল হোসেনকে অব্যাহতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

আফজাল হোসেন। ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি আফজাল হোসেনকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্প্রতি ভোলা প্রেস ক্লাবে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী ক্যাডার ডেকে এনে ক্লাবের অভ্যন্তরে প্রকাশ্যে যে হামলা চালিয়েছে তা গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য চরম লজ্জাকর।
এ হামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক এইচএম নাহিদ এবং অপর এক সাংবাদিককে রক্তাক্ত জখম করা হয়েছে, যা চরম নিন্দনীয় এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী। এদিকে এ ঘটনায় আফজাল হোসেনকে ভোলা প্রেস ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, বিএমএসএফ একটি সাংবাদিক বান্ধব সংগঠন। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, অধিকার, দাবি আদায়সহ সাংবাদিক সুরক্ষায় কাজ করে আসছে। এই সংগঠনের এক সদস্য আরেক সদস্যের ওপর হামলার ঘটনা চরম নিন্দনীয় এবং বিচারযোগ্য।