×

সাহিত্য

হাসান আজিজুল হক অসুস্থ, চিকিৎসা বাসায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০১:৩৯ এএম

   
দেশের বরেণ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ হয়ে পড়েছেন। করোনার কারণে গত একমাস ধরে বাসাতেই তার চিকিৎসা চলছে। গত সোমবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বাবার অসুস্থতার তথ্য জানিয়েছেন তার ছেলে অধ্যাপক ইমতিয়াজ হাসান মৌলি। তিনি জানিয়েছেন তার বাবা গত এক মাস ধরে ভীষণ অসুস্থ। পারিবারিকভাবে তার সেবা যত্ন করা হচ্ছে। তার বাবার এই অসুস্থতার খবর অতি কাছের কয়েকজন ছাড়া আর কেউ জানেন না। অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সে জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সবাইকে জানান। ইমতিয়াজ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আম্মা মারা যাওয়ার পর থেকেই সবার মাঝে থেকেও আব্বা বড় একা। তাকে আরও একা করে দিয়েছে কোভিড-১৯ অতিমারি। ছেলেবেলা থেকে দেখে আসছি, বাঁচার জন্য আব্বার ভাত-তরকারির সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গ, হাসি-গল্প-গান দরকার হয়। সঙ্গত কারণেই এ সময় সেটা পাচ্ছেন না।’ তিনি লিখেছেন, ‘কোভিডের মরণ কামড় এড়িয়ে অন্যান্য বার্ধক্যজনিত সমস্যা সামাল দেওয়া কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তা ভুক্তভোগীরা জানেন। আব্বা বয়সের ভারে শ্রবণশক্তি হারিয়েছেন অনেকটা। মনটা এলোমেলো হয়ে গেছে একটু। আড়ালেও কি চলে যাচ্ছেন ধীরে ধীরে?।’ তিনি আরও লেখেন, ‘গত এক মাস ধরে বাবা ভীষণ অসুস্থ। ছোট একটি শিশুর মতোই ওনাকে পরিচর্যা করতে হয়। পরিবারের মানুষ আর গুটি কয়েক শুভানুধ্যায়ী ছাড়া আর কেউ সে কথা জানেন না। অনেকেই হয়তো চাইলেও খবর নিতে পারেননি বা যোগাযোগ করতে পারছেন না। সেজন্যই এটুকু লেখা। আপনাদের দোয়ায়, প্রার্থনায় রাখবেন বাবাকে।’ গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশুসাহিত্য, নাটকসহ তার গ্রন্থের সংখ্যা শতাধিক। হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এর নিজ বাসা ‘উজান’-এ বসবাস করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App