তুমি রবে নীরবে

মানিক পাল
প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৬:৫১ পিএম

তুমি রবে নীরবে
যখন কোনো ক্লান্ত বিকেল কিংবা নিদ্রাবিহীন রাতে
বিষাদ এসে ঘিরে মনের ঘরে,
তাকিয়ে দেখি দেওয়ালের ফ্রেম হতে
কবি গুরু বলছো তুমি সুরে
"ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু"।
নিমিষেই সব ক্লান্তির অবসান নেচে উঠে মোর মন
চলতে থাকি দুর্গম পথ ধরে,
ফিরে দেখি গেছে ছেড়ে যত স্বজন সুজন।
তুমি অভয় দিয়ে বলছো সুরে সুরে
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলোরে"।
যখন শুনি নিপীড়িতদের হাহাকার
হাত দুখানি গুটিয়ে ফিরি ঘরে,
তোমার বাণী চেতনা জাগায় প্রাণে
"উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ, যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই..."।
করি প্রতিবাদ কলমটা হাতে ধরে।
যখন আসে জীবনের প্রতিকূলতা
বুক কাঁপে থরোথরো,
তোমার বাণী দেয় মনে সান্ত্বনা
"বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা
বিপদেরে আমি না যেন করি ভয়"।
অজান্তেই স্পর্শ তুমি করো।
তুমি আছো আজীবন জাগ্রত,অনুভবে রাখি মনের মন্দিরে,
নিত্য আছো ছায়া হয়ে কাছাকাছি সুধা অমৃত কথায় প্রাণটি ভরে।
তাই গঙ্গা জলেই গঙ্গা পূজা করি
"তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা-নিশীথিনী সম
তুমি রবে নীরবে"।