×

সাহিত্য

প্রবাসের কবিতা: হৃদয়ের বাণী

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৬:৩১ পিএম

প্রবাসের কবিতা: হৃদয়ের বাণী

রহমান মৃধার কবিতা। ছবি: ভোরের কাগজ

   

দুশ্চিন্তা আর দামিনীর আঁধার রাতে, 

চলে যেতে হবে অজানা পথে। 

প্রিয়জনের হাত ধরে মনে মনে, 

সময়ের ধারার বিপরীতে

হৃদয়ে জমেছে অন্ধকারের বহু রেখা। 

আলোর মিছিলে আঁধারের সেই রেখা 

সরিয়ে দিতে হবে একটু একটু করে, 

অজানা পথে অমৃতের সন্ধানে। 

বলবে যখন পেয়েছো সেই অজানা পথ খুঁজে,

হৃদয়ে স্থান নিবে সব ভরসা,

দূর হবে জীবনের সেই হতাশা।

যে জীবনের লক্ষ্যে তুমি পথযাত্রী,

পৌঁছে যাবে তুমি তোমার গন্তব্যস্থলে,

সেই প্রিয়জনের হাত ধরে। 

চলো, হে সখী, চলো তোমার প্রিয়জনের পথে,

হৃদয়ে ভালোবাসা নিয়ে চলো অনেক দূরে।

একটি মিলন আসক্তি পথে, স্বপ্নের সন্ধানে,

প্রেমের সাথে বাঁধা বন্ধনে,

আমরা সবাই যেন যেতে পারি একসাথে।

সুরক্ষিত হাতে হাত ধরি,

চলো মোরা সত্যের পথে চলি,

অসীম প্রেমের আলোর দিকে,

চল চলি নানা রঙের সমাজের মধ্যে।

হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ জাতি,

সকলের মধ্যে রয়েছে প্রেমের সঙ্গী,

তারাও আমাদের সাথে নিরন্তর হয়ে আছে।

তবে যারা পথভ্রষ্ট হয়েছে,

তারা তো অসৎ পথে চলে,

অবিচ্ছিন্ন সম্পর্কে মিশে তারা,

সবার কাছে হয়েছে হাস্যকর।

আমাদের মধ্যে অনেকেই

প্রতিটি অনুভূতির সঙ্গে একসাথে হয়ে গেছে,

একটি সমৃদ্ধ সু-সম্পর্ক বিশিষ্ট পরিবার।

প্রেমের বন্ধনে তারা সবাই হয়েছে একসাথে।

চলো, হে সখী, চলো প্রেমের সম্মুখে,

সকলের মধ্যে প্রেম ও সম্মান নিয়ে চলো একসাথে।

যে অপেক্ষায় অবিচ্ছিন্ন একটি সহজ পথের সন্ধানে

তাকে সঠিক পথ দেখাও যেন সে পথভ্রষ্ট না হয়।

সবাই হাস্যমুখে প্রেম এবং সম্মানের মূল্যে যেন সুখের পরিচয় দিতে পারি।

যে প্রেমের মধ্যে আমরা সবাই এক জাতি।

চলো, হে সখী, চলো অন্ধকার থেকে আলোর দিকে,

সবার মধ্যে প্রেম ও সম্মান নিয়ে চলো একসাথে।

চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি

তুমি যাবে ভাই, যাবে মোর সাথে এসো হাত দুটি ধরে বলি। 

আমরা যেন সারাটি জীবন সরল পথে চলি।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। rahman.mridha@gmail.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App