
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:২৫ এএম
আরো পড়ুন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০১:৩২ পিএম

প্রতিটি নিঃসঙ্গ রাত দীর্ঘ
থেকে দীর্ঘতর হচ্ছে।
বাকি পড়ছে পূর্ণ-অপূর্ণতার
সব হিসেব নিকেশ।
চঞ্চল হৃদয় সর্বদা উড্ডয়মান
আকাশ-কুসুম কল্পনায়।
শৃঙ্খলিত জীবনের বেড়াজালে
অবরুদ্ধ সব চাওয়া পাওয়া।
জীবন তবুও বহতা নদীর মত
ছোটে গন্তব্যহীন অজানায়।
মাঝে মাঝে শুনতে পাই
নিরাশার অট্টহাসি।
তাকে যতই দুরে ঠেলে দিই
ততই আমায় ঘিরে ধরে।
শ্লেষে বলে কোথায় যাবে?
এটাই জীবন! মেনে নাও।
জীবনের এই বাঁকে
কেউ নাই, কিছু নাই।
তবুও হেসে হেসে বলি
নাই, খাই, ঘুরি-ফিরি।
মরতে মরতে বাঁচা
অথবা স্রেফ বেচে থাকা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

প্রতিটি নিঃসঙ্গ রাত দীর্ঘ
থেকে দীর্ঘতর হচ্ছে।
বাকি পড়ছে পূর্ণ-অপূর্ণতার
সব হিসেব নিকেশ।
চঞ্চল হৃদয় সর্বদা উড্ডয়মান
আকাশ-কুসুম কল্পনায়।
শৃঙ্খলিত জীবনের বেড়াজালে
অবরুদ্ধ সব চাওয়া পাওয়া।
জীবন তবুও বহতা নদীর মত
ছোটে গন্তব্যহীন অজানায়।
মাঝে মাঝে শুনতে পাই
নিরাশার অট্টহাসি।
তাকে যতই দুরে ঠেলে দিই
ততই আমায় ঘিরে ধরে।
শ্লেষে বলে কোথায় যাবে?
এটাই জীবন! মেনে নাও।
জীবনের এই বাঁকে
কেউ নাই, কিছু নাই।
তবুও হেসে হেসে বলি
নাই, খাই, ঘুরি-ফিরি।
মরতে মরতে বাঁচা
অথবা স্রেফ বেচে থাকা।